🌺 সন্তানের ভবিষ্যৎ ভাবনা 🌺
সবাই ক্লাসের প্রথম স্থানটি অধিকার করবে এই ধারণাটি কখনোই বাস্তবতার নিরিখে টিকে না। আর কেনই বা টিকতে হবে?
মনে রাখবেন, পরীক্ষার ফল কখনোই জীবনের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়। সাদা কাগজে পাওয়া কয়েকটি নম্বরের যোগফল আপনার সন্তানের ভেতরের অসীম সম্ভাবনাকে মাপতে পারে না। ইতিহাসে এমন দৃষ্টান্ত ভুরি ভুরি, যেখানে পরীক্ষার খুব ভালো ফল না করেও মানুষ জীবনে অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে।
এটা সত্য যে, সমাজের চোখে সবচেয়ে মেধাবী হিসেবে বিবেচিতরাই সাধারণত ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতো বিশেষ সুযোগগুলো পেয়ে থাকে। কিন্তু যারা এই পথটি পায় না বা নিতে চায় না, তাদের জীবন কি তবে অর্থহীন? নিশ্চয়ই না!
প্রতিটি মানুষই স্বতন্ত্র আর তার সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে তার নিজের আগ্রহের গহীনে। আপনার সন্তান যে বিষয়ে প্রাণ খুলে পড়তে ভালোবাসে, যে কাজে তার মন ভরে ওঠে, সেই পথে তাকে হেঁটে দেখবার সুযোগ দিন। পছন্দের বিষয়ে গভীর জ্ঞান এবং ভালোবাসা নিয়ে এগিয়ে গেলে সেখানেও শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব।
তাই, জোর করে চাপানো কোনো প্রত্যাশার ভারে তাদের শৈশবের আনন্দকে ম্লান করবেন না। বরং, তাদের পছন্দের পাল তুলে জীবন-সমুদ্রে এগিয়ে যেতে দিন। বিশ্বাস রাখুন, স্বেচ্ছায় বেছে নেওয়া পথেই সত্যিকারের সাফল্য ও তৃপ্তি নিহিত থাকে।
বি:দ্র: সন্তান যদি এমন কোন ভুল পথ বেঁচে নিতে চায়, যা তার দুনিয়া ও আখিরাতকে বাস্তবেই ক্ষতিগ্রস্ত করতে পারে, তাহলে উত্তম নসিহার সুরে সংশোধন করুন। বিস্তারিত বুঝিয়ে বলুন কেন তার বাচাই করা বিষয়টি ভুল।