ফলাফল বিপর্যয় থেকেও ভয়াবহ
আমি এই বছরের ফলাফল বিপর্যয় নিয়ে একটুও চিন্তিত নয়।কারণ পড়াশোনার সঠিক মানোন্নয়নে পরীক্ষায় ভালো হল তদারকি এবং প্রশ্নের মান ও উত্তর পত্র সঠিক মূল্যায়ন হলে এই থেকেও ভয়াবহ বিপর্যয় চোখে পড়বে।
তবে আমি বেশি চিন্তিত বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় নিয়ে। পরীক্ষায় অকৃতকার্য হলে আবারো নতুনভাবে নিজেকে গড়ে তোলা সহজ, কিন্তু সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় হলে এই ফাঁদ থেকে বের হয়ে আসা খুবই কঠিন।
• এই বছর পাসের হার ৫৮.৮৩ শতাংশ হলেও, ২০২৪ সালের আগস্টে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশের প্রায় ৬২.৯% কিশোর-কিশোরী পর্নোগ্রাফিতে আসক্ত হয়।
তাহলে বুঝুন পাশের হারের চেয়েও পর্ণোগ্রাফিতে আসক্ত কিশোর-কিশোরীর সংখ্যা বেশি। আর যাদের এমন নৈতিক অবক্ষয় হয়েছে, তাদের ফলাফল এর থেকে ভালো হওয়ার আশা কিভাবে করা যায়!
সম্মানিত অভিভাবক, আমি আপনাদের বুঝাতে ব্যর্থ। সত্যিই আমার জন্যে এটা অত্যাধিক দু:খের। আমি রাত-দিন কত গবেষণা আর প্রচেষ্টা চালাচ্ছি শুধুমাত্র আগামী প্রজন্মের সন্তানদের সঠিক তারবিয়াহ দিয়ে গড়ে তুলতে। কিন্তু দিনশেষে আপনাদের অসহযোগী মনোভাব ও যুগের অবক্ষয় বুঝাতে না পারার মানসিকতা আমাকে সত্যিই কষ্ট দেয়।
আপনাদের কিভাবে যে বুঝাবো, আমাদের সন্তানদের আমরা প্রতিপালন করি না, প্রতিপালন করে মিডিয়া। তারা শারিরীকভাবে আমাদের সাথে আছে মনে হলেও, মানসিকভাবে তারা অন্য জগতের বাসিন্দা।
হে আমার প্রতিপালক, আমার হৃদয় প্রশস্ত করে দাও। এবং আমার কাজ সহজ করে দাও। এবং আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যেন তারা আমার কথা বুঝতে পারে।