♥️পিতৃত্ব♥️
আমাকে কেউ যদি প্রশ্ন করেন, কার সাথে সফর কিংবা বেড়াতে আমি পছন্দ করবো?
আমার উত্তর হবে "আমার সন্তানের সাথে"।
কারণ, ওকে সাথে নিয়ে সফর কিংবা বেড়ানো সময় যে তারবিয়াহ বাবা হিসাবে আমি দিতে পারবো, তা দুনিয়ার বুকে আর কেউ দিতে পারবে না। বাবা/মায়ের চেয়ে সেরা শিক্ষক আর কেউ হতে পারে না। আর বিশুদ্ধ দ্বীন শিক্ষার ক্ষেত্রে তো তা আরো বেশি গুরুত্বপূর্ণ।
অপর দিকে, এই মুহুর্তগুলোর মাধ্যমে আমার সঠিক পিতৃত্ব এবং সন্তানের সবচেয়ে সেরা ও বিশ্বস্ত মানুষ হতে পারবো ইন শা আল্লাহ ।