সেই অসাধারণ মুহূর্তটা কেমন লাগে, যখন কোনো মুসলিম শিশুকে কেউ (বন্ধু, শিক্ষক, আত্মীয়) মনে করিয়ে দেয় — “আজ তো তোমার জন্মদিন! স্পেশাল কিছু হচ্ছে না!"
আর সেই শিশু হেসে উত্তর দেয়:
“তাতে কী হয়েছে? এটা বিশেষ কিছু না। আমি মুসলিম। ইসলাম আমাকে জন্মদিন পালন করতে বলে না।”
এটাই হলো সত্যিকারের চমৎকার প্যারেন্টিং।
যে বাবা-মা সন্তানের মনে সহীহ সুন্নাহ মেনে চলার শিক্ষা দেন, সমাজের ভ্রান্ত রীতির চেয়ে ইসলামের পথে চলতে উদ্বুদ্ধ করেন — আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা তাদের উত্তম প্রতিদান দিন।
নবীজি ﷺ বলেছেন:
"তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল... এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।"
প্রিয় বাবা-মা, আসুন সন্তানদের এমনভাবে গড়ে তুলি যাতে তারা সমাজের রীতির নয়, বরং রাসূলুল্লাহ (ﷺ)-এর দেখানো পথের অনুসারী হবে।