🌿আসুন এমন মেয়ে গড়ে তুলি
বিশ্বাস করুন, এই ফিতনাময় সময়েও এমন কিছু মেয়ে আছে, যারা স্রোতে গা ভাসায় না। যারা তথাকথিত আধুনিকতার মরীচিকায় বিভ্রান্ত হয় না। দুনিয়ার চাকচিক্য আর মোহকে পায়ে ঠেলে, তারা জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহ তা'আলাকে সবার উপরে স্থান দেয়। তারা দ্বীনের ব্যাপারে আপোষহীন, নিজের সত্তার কাছে সৎ।
ওরা জানে, মেকআপের চড়া প্রলেপ কিংবা সোশ্যাল মিডিয়ার কৃত্রিম ফিল্টারে নারীর প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে না। ওরা বোঝে নারীর আসল আভিজাত্য লোকদেখানো প্রদর্শনীতে নয়, বরং তার দ্বীনদারিতায়, তার লজ্জায়, তার হায়ায়।
নিজেকে সস্তা পণ্যের মতো উপস্থাপন না করে, সম্ভ্রম আর আত্মমর্যাদা আগলে রাখাতেই তারা খুঁজে পায় নিজেদের প্রকৃত মূল্য।
এই যান্ত্রিক যুগেও তারা নিজেকে লুকিয়ে রাখে সযত্নে, অনেকটা ঝিনুকের বুকে লুকিয়ে থাকা মুক্তার মতো। তারা আত্মসম্মানবোধ সম্পন্ন। লোকলজ্জার ভয়ে নয়, তারা কেবল আল্লাহ তা'আলাকে ভয় করে, গোপনে এবং প্রকাশ্যে।
জানেন, এরা কারা?
এরা হচ্ছে এই উম্মাহর একেকটা বিরল রত্ন। হীরা-জহরতও এদের কাছে ম্লান।
এদের কোলজুড়েই বেড়ে উঠবে আগামী দিনের ইবনে তাইমিয়্যাহ, সালাহউদ্দীন আইয়ুবি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ কিংবা খাদিজা-আয়েশা রাযিয়াল্লাহু আনহুমাদের মতো উত্তরসূরিরা।
এরা এমন এক নারী, যারা একজন পুরুষকে কেবল দুনিয়াবি সফলতাই নয়, বরং আখেরাতের পথেও ধাবিত করে। এদের সংস্পর্শে এসে একজন পুরুষ জান্নাতের স্বপ্ন দেখতে শুরু করে, নিজেকে শুধরে নেয় পরকালের অনন্ত অসীম জীবনের পাথেয় সংগ্রহ করতে। সত্যিই, এমন নারীরাই তো একদিন হবে দুনিয়ার পাশাপাশি আপনার আখিরাতের সঙ্গী।
তাই আসুন, আমরা কেবল এমন নারীর খোঁজই না করি, বরং এমন নারীর বাবা হওয়ার চেষ্টা করি (অর্থাৎ গড়ে তুলি)। আমাদের ঘরেই যেন বেড়ে ওঠে এমন একেকজন জান্নাতি ফুল, যারা দুনিয়া ও আখেরাতে আমাদের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ তা'আলা আমাদের সেই তাওফিক দান করুন।